এনসিপির উদ্যোগে পটুয়াখালীতে জুলাই পদযাত্রার সমাবেশ আজ

জুলাই পদযাত্রার ১৪তম দিনে সমাবেশ অনুষ্ঠিত হবে পটুয়াখালীতে। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উদ্যোগে আজ সোমবার সকাল সাড়ে ১১টায় সার্কিট হাউজ সড়কের শহীদ হৃদয় তরুয়া স্কোয়ারে এ সমাবেশে অনুষ্ঠিত হবে।
সমাবেশে উপস্থিত থাকার কথা রয়েছে এনসিপির আহবায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, নাসীরুদ্দীন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, সিনিয়র যুগ্ম-সদস্য সচিব ডা. তাসনিম জারা, নিনিয়র যুগ্ম-আহ্বায়ক সামান্তা শারমিন, সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের।
সমাবেশের আগে এনসিপি নেতৃবৃন্দ সকাল সাড়ে ১০টায় পটুয়াখালী নিউমার্কেটি এলাকা থেকে পদযাত্রা শুরু করে লঞ্চঘাট, পুরান বাজার, মুকুল সিনেমা হল, বনানী, পৌরসভার মোড় এলাকায় পদযাত্রা করবে এবং সেখানে সাধারণ মানুষের সঙ্গে কথা বলবেন। এছাড়া এই পদযাত্রাকালে শহীদ হৃদয় তরুয়ার পরিবারের সঙ্গেও সাক্ষাৎ করবেন। এরপর সকাল সাড়ে ১১টায় সার্কিট হাউজ সড়কের শহীদ হৃদয় তরুয়া স্কোয়ারে এ সমাবেশে বক্তব্য রাখবেন এনসিপি নেতৃবৃন্দ।
এদিকে জুলাই বিপ্লবের নেতৃবৃন্দর পটুয়াখালীতে আগমণকে ঘিরে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে স্থানীয় নেতৃবৃন্দ। শহরের প্রবেশদ্বার মহাসড়কের চৌরাস্তা থেকে সভাস্থল (সার্কিট হাউজ) পর্যন্ত তোরণ এবং নেতৃবৃন্দর ছবি সম্বলিত ফেস্টুন ও প্লাকার্ড শোভা পাচ্ছে সড়কের দুই প্রান্তে। শহীদ হৃদয় তরুয়া স্কোয়ারে করা হচ্ছে বিশাল মঞ্চ।
এনসিপির কেন্দ্রীয় যুগ্ম-আহ্বায়ক মুজাহিদুল ইসলাম শাহিন জানান, জুলাই পদযাত্রার সকল আয়োজন সম্পন্ন করা হয়েছে।