শুধুমাত্র নির্বাচন ও চেহারা পরিবর্তনের জন্য মানুষ রাস্তায় নামেনি: তাসনিম জারা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা বলেছেন, ‘শুধুমাত্র নির্বাচন ও ক্ষমতার চেহারা পরিবর্তনের জন্য মানুষ রাস্তায় নামেনি। মানুষ রাস্তায় নামছেন দেশটা যাতে বদলায়। মানুষ রাস্তায় নামছেন, আমাদের এই পুরাতন ও ভাঙাচোরা ব্যবস্থা যাতে জোড়া লাগে। যাতে সবার অধিকার সংরক্ষিত থাকে।’
শনিবার দুপুরে কক্সবাজার শহরের পাবলিক লাইব্রেরি চত্বরে শহীদ দৌলত ময়দানে এনসিপির আয়োজনে এক পথসভায় তিনি এসব কথা বলেন।
তাসনিম জারা বলেন, ‘আপনাদের সন্তানেরা রাস্তায় নামছে বুলেট ও গুলির ভয় না করে। যারা শহীদ হয়েছেন তাদের বিচার নিশ্চিত করতে হবে। তাদের বিচার নিশ্চিত না করার আগ পর্যন্ত আমরা থামব না। এই বাংলার মাটিতে যে পুলিশ বাহিনী আমাদের গুলি করেছে, গুম করেছে, তাদের সংস্কার হতেই হবে। এবং যারা এই অপরাধ করেছে তাদের বিচার হতে হবে।’
তিনি বলেন, ‘আমরা এমন রাজনীতি করতে চাই না, যেখানে মানুষের কথা বলতে পারব না। আমরা এমন রাজনীতি করতে চাই- যেখানে আপনাদের কথা আমাদের মুখ থেকে বের হয়। আমাদের রাজনীতি যাতে আপনাদের রাজনীতি হয়।’
মন্তব্য
সর্বশেষ সংবাদ
আরও পড়ুন

প্রকাশ: ১৩ আগস্ট ২০২৫ | ১১:১৯

প্রকাশ: ১২ আগস্ট ২০২৫ | ০১:১০

প্রকাশ: ১০ আগস্ট ২০২৫ | ০৮:৪৬

প্রকাশ: ১০ আগস্ট ২০২৫ | ০৭:৪৮

প্রকাশ: ০৯ আগস্ট ২০২৫ | ০৯:৪৮

প্রকাশ: ০৭ আগস্ট ২০২৫ | ১১:০০