৫ আগস্টের মধ্যে জুলাই সনদ আদায় করে নিতে পারব: নাহিদ ইসলাম

৫ আগস্টের মধ্যে জুলাই সনদ আদায় করে নিতে পারব: নাহিদ ইসলাম
ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, এনসিপি জাতীয় সংস্কার, বিচার ও নতুন সংবিধানের জন্য দেশব্যাপী ‘জুলাই পদযাত্রা’ করছে। দেশবাসী আমাদের সঙ্গে রয়েছে। আমরা আশাবাদী, আগামী ৫ আগস্টের মধ্যে জুলাই সনদ ও ঘোষণাপত্র আদায় করে নিতে পারব।

বৃহস্পতিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া শহরের পৌর মুক্তমঞ্চে ‘জুলাই পদযাত্রা’ শেষে সমাবেশে প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, ব্রাহ্মণবাড়িয়ার মানুষ ২০২১ সালে মোদিবিরোধী আন্দোলনে জীবন দিয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার মানুষ, আলেম সমাজ ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিরুদ্ধে সোচ্চার ছিলেন বলেই ব্রাহ্মণবাড়িয়া উন্নয়ন বঞ্চিত ছিল। গ্যাসের বেশির ভাগ এই ব্রাহ্মণবাড়িয়ায় উৎপাদন হলেও এখানকার মানুষ গ্যাস পায় না। উন্নয়ন মানে শুধু ঢাকার উন্নয়ন নয়। প্রত্যেক জেলায় সুষম উন্নয়ন করতে হবে।

তিনি বলেন, ব্রাহ্মণবাড়িয়াবাসী জীবন দিয়েছে, কিন্তু আপস করেনি। আগামী দিনের সব গণতান্ত্রিক আন্দোলনে ব্রাহ্মণবাড়িয়াবাসীকে এনসিপির পাশে থাকারও আহ্বান জানান তিনি।

এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেন, শুধু মুখের কথা নয়, জীবন ও রক্ত দিয়ে পরিবর্তন চেয়েছি। প্রয়োজনে আবারও জীবন দিয়ে বাংলাদেশকে পুনর্গঠিত করব।

তিনি বলেন, শাপলা চত্বরে মোদিবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার পাইনি হেফাজত। যারা শহীদ হয়েছেন রাষ্ট্র এখনও তাদের স্বীকৃতি দেয়নি। শহীদদের রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতির পাশাপাশি ওইসব ঘটনায় জড়িত ফ্যাসিস্ট আওয়ামী লীগের সন্ত্রাসীদের বিচারের আওতায় আনতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে এনসিপির (দক্ষিণাঞ্চল) মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, দীর্ঘ লড়াইয়ের জন্য প্রস্তুতি নিতে হবে। মাইলস্টোনের ঘটনাকে পুঁজি করে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সংগঠিত হচ্ছে। ফ্যাসিবাদবিরোধী দলগুলো ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করে গণতান্ত্রিক উত্তরণের লক্ষ্যে নির্বাচনের পথে এগিয়ে যেতে হবে। 

তিনি বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের পতনের মধ্য দিয়ে জালেমের শাসনের পতন হয়েছে। প্রতিহিংসার রাজনীতি বাংলাদেশে আর হবে না।

এনসিপি ব্রাহ্মণবাড়িয়ার প্রধান সমন্বয়কারী সদস্য আজিজুর রহমান লিটনের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ড. তাসনিম জারা, এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক মো. আতাউল্লাহ, কেন্দ্রীয় সদস্য আবদুল্লাহ আলম মাহমুদ জিহান ও মাওলানা আশরাফ উদ্দিন মাহদী প্রমুখ।

এর আগে সকালে ব্রাহ্মণবাড়িয়া সার্কিট হাউসে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে এনসিপি।

দুপুর পৌনে ১২টার দিকে শহরের রেলগেট এলাকা থেকে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) পদযাত্রা শুরু হয়। এই সময় দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক হান্নান মাসউদ, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন প্রমুখ উপস্থিত ছিলেন।

পদযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জাতীয় বীর আব্দুল কুদ্দুস মাখন পৌর মুক্তমঞ্চে গিয়ে শেষ হয়। ব্রাহ্মণবাড়িয়ায় কর্মসূচি শেষে এনসিপির নেতারা দুপুরেই হবিগঞ্জে উদ্দেশে যাত্রা করেন।


মন্তব্য


সর্বশেষ সংবাদ


আরও পড়ুন


সারজিস আলমের বিরুদ্ধে মামলা
সারজিস আলমের বিরুদ্ধে মামলা

প্রকাশ: ১২ আগস্ট ২০২৫ | ০১:১০