ভারতের কাছে শেখ হাসিনাসহ আওয়ামী সন্ত্রাসীদের পুশইন করার আহ্বান নাহিদ ইসলামের

ভারতের কাছে শেখ হাসিনাসহ আওয়ামী সন্ত্রাসীদের পুশইন করার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, দিল্লিতে আওয়ামী লীগের হাজারো সন্ত্রাসী নিয়ে স্বৈরাচার আশ্রয় নিয়েছেন। অথচ পুশইনের নামে ভারত আমাদের জনগণকে ধোঁকা দিচ্ছে। সীমান্ত হত্যা ও ভারতীয়দের ঠেলে দেওয়া মেনে নেব না।
রোববার বিকেলে শেরপুর শহরের রঘুনাথ বাজার থানা মোড়ে সমাবেশে এসব কথা বলেন নাহিদ ইসলাম। তিনি বলেন, ‘৫ আগস্টের মধ্যে জুলাই ঘোষণাপত্র ও সনদ না হলে আমরা কেন্দ্রীয় শহীদ মিনার ছাড়ব না। ৩ আগস্ট সবাই শহীদ মিনারে জমায়েত হবেন। ছাত্র-জনতার জুলাই সনদের দাবি এবার উপেক্ষা করতে পারবে না।’
এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, ‘যাদের বিরুদ্ধে আমরা একদিন রাস্তায় নেমেছিলাম, দুর্ভাগ্যজনকভাবে তারাই আবার ফিরে এসেছে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সিস্টেমে। সেই পুরোনো কালপ্রিটরাই নতুনরূপে আবার প্রশাসনের বিভিন্ন স্তরে ফিরে এসেছে।’
সমাবেশে বক্তৃতা করেন মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা প্রমুখ। এর আগে শহরের উৎসব কমিউনিটি সেন্টারে গণঅভ্যুত্থানের শহীদ ও আহতদের পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন এনসিপির নেতারা।
হ্যান্ডলই না পারলে ১০ ট্রাক অস্ত্র আনছিলেন কেন
নেত্রকোনা শহরের মোক্তারপাড়ার পুরাতন কালেক্টরেট মাঠে পথসভায় নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘বাংলাদেশে অসংখ্য হত্যাকাণ্ড ঘটেছে, অসংখ্য ঘটনা ঘটেছে। এর মধ্যে বড় একটি ঘটনা হলো ১০ ট্রাক অস্ত্রের চালান। যদি অস্ত্র হ্যান্ডলই করতে না পারেন, তবে নিয়ে আসছিলেন কেন আপনি? এই অস্ত্রকাহিনির কারণে বাংলাদেশের সার্বভৌমত্বের হুমকির মধ্যে পড়েছে। অসংখ্য মানুষের জীবন বিপন্ন হয়েছে।’ সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের উদ্দেশে এসব কথা বলেন তিনি।
পথসভায় নাহিদ ইসলাম বলেন, মুজিববাদ ও ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে নতুন সংবিধান করতে হবে। সংস্কার ও নতুন সংবিধানের দাবিতেই আমরা রাজপথে নেমেছি। সংস্কার না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়ব না।
এদিকে, নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্যের প্রতিবাদে লুৎফুজ্জামান বাবরের উপজেলা মদনে বিএনপির নেতাকর্মীরা বিক্ষোভ করেন। নেত্রকোনা শহরেও নেতাকর্মীরা বিক্ষোভ সমাবেশ করেন।
অপরদিকে নান্দাইল উপজেলা সদরের পুরাতন বাসস্ট্যান্ডে শনিবার রাতে এনসিপির পথসভা হয়নি। নিরাপত্তাহীনতার কারণে কেন্দ্রীয় নেতারা পথসভায় যোগ দেননি বলে জনতার কাছে ক্ষমা চেয়েছেন স্থানীয় নেতারা।
এ ছাড়া গতকাল ময়মনসিংহ নগরীর টাউন হলে সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা আলী হোসেন জানান, সোমবার ময়মনসিংহে পদযাত্রা হবে। প্রস্তুতি নেওয়া হয়েছে। কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার করার কথা জানিয়েছেন পুলিশ সুপার কাজী আখতার উল আলম।
মন্তব্য
সর্বশেষ সংবাদ
আরও পড়ুন

প্রকাশ: ১৩ আগস্ট ২০২৫ | ১১:১৯

প্রকাশ: ১২ আগস্ট ২০২৫ | ০১:১০

প্রকাশ: ১০ আগস্ট ২০২৫ | ০৮:৪৬

প্রকাশ: ১০ আগস্ট ২০২৫ | ০৭:৪৮

প্রকাশ: ০৯ আগস্ট ২০২৫ | ০৯:৪৮

প্রকাশ: ০৭ আগস্ট ২০২৫ | ১১:০০