কেউ স্বৈরাচার হয়ে ফিরে এলে তার পরিণতি হবে হাসিনার মতো: নাসীরুদ্দীন পাটোওয়ারী

কেউ স্বৈরাচার হয়ে ফিরে এলে তার পরিণতি হবে হাসিনার মতো: নাসীরুদ্দীন পাটোওয়ারী

ভবিষ্যতে যদি কেউ স্বৈরাচার হয়ে ফিরে আসে, তার পরিণতি শেখ হাসিনার মতো হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মূখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোওয়ারী৷

বুধবার (৩০ জুলাই) রাত ৯টার দিকে আশুলিয়ার বাইপাইল ব্রিজের পাশে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পথসভায় এ মন্তব্য করেন তিনি। এ পথসভার মধ্য দিয়ে শেষ হলো জাতীয় নাগরিক পার্টির দেশব্যাপী পদযাত্রা কর্মসুচি।

নাসীরুদ্দীন পাটোওয়ারী বলেন, আমরা বর্তমান সরকারকে আহ্বান জানাচ্ছি, ভারতের সঙ্গে যেসব অসম চুক্তি হয়েছে বাংলাদেশের জনগনের কল্যাণের জন্য, বাংলাদের রাষ্ট্রকে নতুনভাবে সাজানোর জন্য সেইসব অসম চুক্তি বাতিল করতে হবে। ভারতের সঙ্গে যত চুক্তি হয়েছিল, তা জনগণের সামনে নিয়ে আসতে হবে। আমরা যদি সকল চুক্তি জনগণের সামনে নিয়ে আসতে পারি, তাহলে জনগণের সামনে উন্মোচন হবে ভারত আমাদের বন্ধু রাষ্ট্র ছিল নাকি আমাদের শোষণ করেছে।

তিনি বলেন, ‘আমাদেরকে কাঁটা তারের বেড়া দিয়ে কাঁটা তারে ফেলানির লাশ ফেলে গত ৫০ বছরে বাংলাদেশের জনতার ওপর যে নিপীড়ন চালানো হয়েছে, আধুনিক সভ্যতার কোনো রাষ্ট্র এমন নির্যাতনের শিকার হয়নি। আজকে আমরা দেখতে পাচ্ছি, ভারতীয় যে নাগরিক বিল রয়েছে, শেখ হাসিনা সেখানে মোদি সরকারের সঙ্গে হাত মিলিয়ে সেখানকার বাঙালি মুসলমানদেরকে রাতের বেলায় বাংলাদেশে পুশইন করার চেষ্টা চালাচ্ছে।’ এ সময় ভারত সরকারের কাছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার দাবি জানান এনিসিপির এই শীর্ষ নেতা।

তিনি আরো বলেন, আমরা ভারত সরকারকে বলবো, আমরা ভারতীয় জনগণের বিরোধী নই। আমরা আপনাদের সতর্ক করে দিতে চাই, আপনি দ্রুত বাংলাদেশের সরকারের কাছে শেখ হাসিনাকে ফেরত দিন। কারণ সে খুন করে পালিয়েছে। আমাদের শহীদি মায়েরা শেখ হাসিনার বিচারের জন্য এখনও অপেক্ষারত। বাংলাদেশে যতদিন শেখ হাসিনার বিচার না হবে, ততদিন ভারত সরকার থেকে যে নির্বাচনের কথা বলা হয়েছে, শহিদী পরিবার বিচারের আগে বাংলাদেশে নির্বাচন মানবে না।

পথসভায় আরো উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম, জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা, এনসিপির ঢাকা জেলার সমন্বয় কমিটির প্রধান সমন্বয়ক রাসেল আহমেদ, এনিসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মুখ্য সমন্বয়ক ও ঢাকা জেলার সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়কারী মেহরাব সিফাত প্রমুখ।


মন্তব্য


সর্বশেষ সংবাদ


আরও পড়ুন


সারজিস আলমের বিরুদ্ধে মামলা
সারজিস আলমের বিরুদ্ধে মামলা

প্রকাশ: ১২ আগস্ট ২০২৫ | ০১:১০