রেমিট্যান্সে সুখবর দিলেন প্রবাসীরা, জুলাইয়ে এলো ৩০ হাজার কোটি টাকা

নতুন অর্থবছরের শুরুতেই রেমিট্যান্সে সুখবর দিলেন প্রবাসীরা। ২০২৫-২৬ অর্থবছরের প্রথম অর্থাৎ জুলাই মাসে তারা দেশে পাঠিয়েছেন ২৪৮ কোটি মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩০ হাজার ২৩০ কোটি টাকা (প্রতি ডলার ১২২ টাকা ধরে হিসাব)।
রোববার বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। তথ্য বিশ্লেষণে দেখা যায়, গত বছরের একই মাসের তুলনায় এ আয় ২৯ দশমিক ৪৮ শতাংশ বেশি। ২০২৪ সালের জুলাইয়ে দেশে রেমিট্যান্স এসেছিল ১৯১ কোটি ডলার।
গত বছরের জুলাই থেকেই দেশে রাজনৈতিক অস্থিরতা চলছিল। যার প্রতিবাদে সামাজিক যোগাযোগমাধ্যমে আহ্বান জানিয়ে দেশে রেমিট্যান্স পাঠানো কমিয়ে দেন প্রবাসীরা। পরে রাজনৈতিক পটপরিবর্তনের পর ফের বাড়তে থাকে রেমিট্যান্স প্রবাহ।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ব্যাংকিং চ্যানেল ব্যবহার করে পাঠানো এই অর্থ সরাসরি দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে ইতিবাচক প্রভাব ফেলছে। কর্মকর্তারা বলছেন, হুন্ডি প্রতিরোধে সরকারের নানা উদ্যোগ, রেমিট্যান্সে ২.৫ শতাংশ প্রণোদনা এবং ব্যাংকিং সেবার উন্নয়নের কারণে এই ধারাবাহিকতা তৈরি হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছর শেষে দেশে রেমিট্যান্স এসেছে ৩০ দশমিক ৩৩ বিলিয়ন মার্কিন ডলার, যা আগের অর্থবছরের তুলনায় প্রায় ২৭ শতাংশ বেশি। ২০২৩-২৪ অর্থবছরের রেমিট্যান্স এসেছিল ২৩ দশমিক ৭৪ বিলিয়ন মার্কিন ডলার। এই অংক এক অর্থবছরে দেশে আসা সর্বোচ্চ রেমিট্যান্স। প্রবাসী আয়ের এমন ধারাবাহিক বৃদ্ধি দেশের অর্থনীতিতে স্থিতিশীলতা ও ডলারের জোগানে স্বস্তি এনে দিয়েছে।
মন্তব্য
সর্বশেষ সংবাদ
আরও পড়ুন

প্রকাশ: ১০ আগস্ট ২০২৫ | ০৩:১৭

প্রকাশ: ০৬ আগস্ট ২০২৫ | ১১:২৯

প্রকাশ: ০৪ আগস্ট ২০২৫ | ০৯:২৩

প্রকাশ: ০৩ আগস্ট ২০২৫ | ০৭:২৮

প্রকাশ: ০১ আগস্ট ২০২৫ | ১১:৪০

প্রকাশ: ৩০ জুলাই ২০২৫ | ১০:১১