ছাত্রজনতার অভ্যুত্থানের গল্পের নায়ক বর্ষণ

অভিনয় ও সংগীত–দুটি ভিন্ন শিল্পমাধ্যমে যিনি দক্ষতার সঙ্গে বিচরণ করেছেন, তিনি ইমতিয়াজ বর্ষণ। সময়ের তরুণ প্রতিশ্রুতিশীল এই অভিনেতা তাঁর ভুবনে ইতোমধ্যে নিজের অবস্থান তৈরি করে নিয়েছেন। তাঁর কণ্ঠে যেমন আবেগের গভীরতা, চোখেমুখে অভিনয়ের প্রাণ। গানের মঞ্চ থেকে শুরু করে পর্দার আলো আঁধারি–সবখানে তিনি রেখেছেন নিজস্বতার ছাপ। এ অভিনেতার কাজের ফর্দ ঘাঁটলে সহজেই এর প্রমাণ মেলে।
সম্প্রতি তিনি অভিনয় করেছেন ‘রাজনৈতিক আলাপ জরুরি’ নামে একটি সিনেমায়, যেখানে রাজনীতি ও বাস্তবতার জটিল সম্পর্ককে নতুনভাবে তুলে ধরা হয়েছে। জানা গেছে, বর্ষণ অভিনীত নতুন সিনেমার পটভূমি ছাত্রজনতার অভ্যুত্থান। তবে এর মধ্য দিয়ে বাংলাদেশের বিভিন্ন সময়ের ইতিহাসও তুলে ধরা হবে। সিনেমাটির পরিচালক আহমেদ হাসান সানি। ‘শহরের দুইটা গান’, ‘হয়তো আমরা’ ইত্যাদি গান গেয়ে শ্রোতার প্রশংসা পেয়েছেন তিনি। বিজ্ঞাপনচিত্র নির্মাতা হিসেবেও তাঁর পরিচিতি রয়েছে।
অভিনয় জীবনের শুরু থেকে বেশ বাছ-বিচার করে কাজ করেন বর্ষণ। নতুন এ সিনেমায় কাজের প্রসঙ্গে তিনি বলেন, ‘প্রথমত এটি জুলাই অভ্যুত্থান নিয়ে সিনেমা। আমাদের দেশে সাধারণত পলিটিক্যাল সিনেমা কম হয়। এটি পলিটিক্যাল জনরার সিনেমা। ফিলোসফিক্যাল জায়গা থেকে কাজটি খুব গুরুত্বপূর্ণ মনে হয়েছে। এর নির্মাতা গায়ক, কম্পোজার হিসেবে খুব পরিচিত। তাঁর সঙ্গে আগে বিজ্ঞাপনচিত্রে কাজ করেছি। নির্মাতা, স্ক্রিপ্ট–সবকিছু মিলিয়ে মনে হলো কাজটি করা দরকার।’
সিনেমায় কাজের অভিজ্ঞতা নিয়ে তাঁর ভাষ্য, ‘নতুন সিনেমার গল্পটিতে আমার চরিত্রের উপস্থাপন একদম ভিন্ন। সিনেমার দৃশ্যধারণ হয়েছে পটুয়াখালী। পথে যেতে যেতে কিছু শুট ছিল। এতে পটুয়াখালী, কুয়াকাটা অঞ্চলের মানুষের খুব সহযোগিতা পেয়েছি। তবে বড় অংশ শুট করেছি ঢাকায়। ঢাকায় শুটিং করতে তো আমরা অভ্যস্থ। সেই জায়গা থেকে বেশ আরামেই কাজ কেরেছি। শুটিংয়ে একটু চাপ ছিল। যেহেতু এটি আগামী মাসে মুক্তি পাবে। এ কারণে বেশ চাপ নিয়ে কাজ করতে হয়েছে। সবাই যে যার জায়গা থেকে ঠিকঠাক কাজটি করেছে। এই সময়ের কনটেম্পরারি একজন যুবকের চরিত্রে অভিনয় করেছি সিনেমায়। সে জুলাইয়ে আন্দোলনে ঢাকাতে অবস্থান করছিল। চরিত্রটি অনেক চ্যালেঞ্জিং। চেষ্টা করেছি এটি ফুটিয়ে তুলতে। কতটা পেরেছি দর্শকই তা ভালো বলতে পারবেন।’
সিনেমায় কাজের পাশাপাশি সম্প্রতি তিনি অভিনয় করেছেন ভিকি জাহেদের ‘আঁকা’ নামে একটি ওয়েব সিরিজে। শিগগিরই এ সিরিজটি অনলাইনে প্রকাশ হবে। কাজটি নিয়ে বেশ আশাবাদী এই অভিনেতা। তিনি বলেন, ‘ভিকি জাহেদ সবসময়ই ভালো কাজ করেন। তাঁর স্বভাবসুলভ জায়গা থেকে এটি নির্মাণ করেছেন। তাঁর পরিচালনায় কিছু ক্যারিশমা আছে। সেটি দেখা যাবে সিরিজে। আশা করছি, তাঁর অন্যান্য কাজের মতো এটিও প্রশংসিত হবে বলে বিশ্বাস করি। এখানে আমার চরিত্রটি ডিটেকটিভ ধাঁচের। গল্প ও চরিত্র মিলে এটি ভালো একটি কাজ হবে– এ আশা করাই যায়।’
ইমতিয়াজ বর্ষণ আসলে সেই শিল্পী, যিনি শুধু চরিত্রে অভিনয় করেন না চরিত্রে হয়ে ওঠেন। এতটুক নিশ্চিতভাবে বলা যায়–এই পথের তাঁর যাত্রা হবে সৌন্দর্য আর শিল্পে ভরা।
মন্তব্য
সর্বশেষ সংবাদ
আরও পড়ুন

প্রকাশ: ২৪ জুলাই ২০২৫ | ১২:১৫

প্রকাশ: ২০ জুলাই ২০২৫ | ০৩:০৯

প্রকাশ: ১৫ জুলাই ২০২৫ | ১১:০২

প্রকাশ: ১৩ জুলাই ২০২৫ | ০১:৪১