অবৈধ অভিবাসীবিরোধী অভিযানের খবর শুনেই স্বামী ও দুই সন্তানকে রেখে পালালেন নারী

চালানো হচ্ছিল অবৈধ অভিবাসীবিরোধী অভিযান। এমতাবস্থায় স্বামী ও দুই সন্তানকে রেখে পালিয়ে যায় এক নারী। ধারণা করা হচ্ছে, বৈধ নথিপত্র ছিল না ওই নারীর। এরপর থেকে ওই নারীর আর খোঁজ মিলছে না। আটক করা হয়েছে তার স্বামী ও দুই সন্তানকে। ঘটনাটি মালয়েশিয়ার ইপোহ রাজ্যের।
মালয়েশিয়ার গণমাধ্যম হারিয়ান মেট্রো এক প্রতিবেদনে জানিয়েছে, স্থানীয় সময় শনিবার ভোরে ইপোহ রাজ্যে অবৈধ অভিবাসী বিরোধী অভিযান চালানো হয়। এ সময় আটক করা হয় ১২০ জন অবৈধ অভিবাসীকে। অভিবাসন বিভাগের সমন্বিত অভিযানের সময় এক অভিবাসী নারী তার স্বামী ও দুই ছোট সন্তানকে রেখে পালিয়ে যান।
এক বিবৃতিতে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ পেরাকের জেনারেল অপারেশনস ফোর্স (পিজিএ) জানান, রাজ্যের পারসিয়ারান প্যানোরামা লাপাঙ্গান পেরদানার একটি নির্মাণস্থলে অভিযানের সময় সুলাওয়েসির বাসিন্দা ওই নারী পালিয়ে যান। তার কাছে বৈধ ভ্রমণ নথিপত্র ছিল না বলে ধারণা করা হচ্ছে।
পেরাক জেআইএময়ের পরিচালক দাতুক জেমস লি বলেন, অভিযানের সময় কাগজপত্র যাচাই-বাছাই করে ১২০ জনকে ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩ (আইন ১৫৫) এবং ইমিগ্রেশন রেগুলেশন ১৯৬৩-এর অধীনে বিভিন্ন অপরাধের জন্য আটক করা হয়েছে। আটকদের মধ্যে কতজন বাংলাদেশি রয়েছেন তা জানা যায়নি।
তিনি আরও বলেন, আটক সবাইকে পরবর্তী ব্যবস্থা নেওয়ার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে। আর শিশুদের একটি বিশেষ ডিপোতে পাঠানো হয়েছে।
মন্তব্য
সর্বশেষ সংবাদ
আরও পড়ুন

প্রকাশ: ১৬ আগস্ট ২০২৫ | ০৫:২৬

প্রকাশ: ১৬ আগস্ট ২০২৫ | ০৩:২৬

প্রকাশ: ১৫ আগস্ট ২০২৫ | ১১:২৫

প্রকাশ: ১০ আগস্ট ২০২৫ | ০৩:২১

প্রকাশ: ০৯ আগস্ট ২০২৫ | ০৫:১২

প্রকাশ: ০৯ আগস্ট ২০২৫ | ০৫:০৪