২০ বছর কোমায় থাকার পর মারা গেলেন সৌদির ‘ঘুমন্ত রাজপুত্র’

সৌদি আরবের রাজপরিবারের সদস্য আল ওয়ালিদ বিন খালেদ বিন তালাল আল সৌদ ২০ বছর কোমায় থাকার পর মারা গেছেন। তিনি দীর্ঘদিন ধরে ‘স্লিপিং প্রিন্স’ বা ‘ঘুমন্ত রাজপুত্র’ নামে পরিচিত ছিলেন। মৃত্যুকালে প্রিন্স আল ওয়ালিদের বয়স হয়েছিল ৩৬ বছর।
শনিবার (১৯ জুলাই) রিয়াদের কিং আব্দুল আজিজ মেডিকেল সিটি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে তার মৃত্যু হয় বলে জানিয়েছে সৌদি গেজেট।
তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার বাবা প্রিন্স খালেদ বিন তালাল।
পারিবারিক সূত্র জানায়, রোববার আসর নামাজের পর রিয়াদের ইমাম তুর্কি বিন আবদুল্লাহ মসজিদে প্রিন্স আল ওয়ালিদের জানাজা অনুষ্ঠিত হবে।
২০০৫ সালে যুক্তরাজ্যে পড়াশোনার সময় ভয়াবহ সড়ক দুর্ঘটনার শিকার হন প্রিন্স আল ওয়ালিদ। সেই দুর্ঘটনার পর থেকে তিনি সম্পূর্ণ কোমায় চলে যান। কোমায় থাকাকালীন মাঝে মাঝে স্বল্প সময়ের জন্য কিছু প্রতিক্রিয়া দেখা গেলেও, তিনি আর কখনো পূর্ণ জ্ঞান ফিরে পাননি।
এই দীর্ঘ সময় ধরে তাকে নিবিড় চিকিৎসা ও পর্যবেক্ষণে রাখা হয়। প্রিন্স খালেদ কখনোই তার ছেলের লাইফ সাপোর্ট বন্ধ করতে রাজি হননি। তিনি বারবার বলেছেন, জীবন-মৃত্যু একমাত্র সৃষ্টিকর্তার হাতে।
‘দ্য স্লিপিং প্রিন্স’ নামে পরিচিতি পাওয়া প্রিন্স আল ওয়ালিদের দীর্ঘ চিকিৎসাজীবন সৌদি আরবসহ বিশ্বজুড়ে বহু মানুষের সহানুভূতি ও ভালোবাসা কুড়িয়েছে। তার অবস্থার খোঁজখবর নিয়মিত অনুসরণ করতেন লাখো মানুষ।
তার প্রয়াণের মধ্য দিয়ে একটি দীর্ঘ অপেক্ষার অবসান হলো, যা অনেকের হৃদয়ে গভীরভাবে ছাপ রেখে গেছে।
মন্তব্য
সর্বশেষ সংবাদ
আরও পড়ুন

প্রকাশ: ১৬ আগস্ট ২০২৫ | ০৫:২৬

প্রকাশ: ১৬ আগস্ট ২০২৫ | ০৩:২৬

প্রকাশ: ১৫ আগস্ট ২০২৫ | ১১:২৫

প্রকাশ: ১০ আগস্ট ২০২৫ | ০৩:২১

প্রকাশ: ০৯ আগস্ট ২০২৫ | ০৫:১২

প্রকাশ: ০৯ আগস্ট ২০২৫ | ০৫:০৪