২৪ ঘণ্টার মধ্যে ভারতের ওপর আরও শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২৪ ঘণ্টার মধ্যে ভারতের ওপর উল্লেখযোগ্য শুল্ক আরোপের হুমকি দিয়েছেন। রাশিয়ার থেকে জ্বালানি কেনা অব্যাহত রাখায় ভারতের বিরুদ্ধে এ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।
মঙ্গলবার সংবাদমাধ্যম সিএনবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে এ হুমকি দেন তিনি।
ভারত সরকারের একটি সূত্র জানিয়েছে, রাশিয়ান তেল কেনার ফলে অন্যান্য অঞ্চল থেকে সরবরাহের ওপর চাপ কমিয়ে বিশ্বব্যাপী তেলের দাম স্থিতিশীল করতে সাহায্য করেছে তারা।
রয়টার্স জানায়, বিশ্বের তৃতীয় বৃহত্তম তেল আমদানিকারক এবং ভোক্তা ভারত, রাশিয়া থেকে তার প্রয়োজনীয় তেলের এক তৃতীয়াংশেরও বেশি কেনে।
এর আগে সোমবার ট্রাম্প ভারতের ওপর ২৫ শতাংশের বাইরে আরও শুল্ক আরোপের ঘোষণা দেন। ওই সময় তিনি অভিযোগ করেন, রাশিয়া ইউক্রেনে হত্যাকাণ্ড চালানো সত্ত্বেও ভারত তাদের তেল কিনছে। শুধু কিনছেই না, সেগুলো আবার খোলা বাজারে বিক্রি করে বেশি পরিমাণে লাভ করছে।
এদিকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ট্রাম্পের হুমকির মুখে জানিয়েছে, তাদের নিজেদের জাতীয় স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। সূত্র-রয়টার্স, এনডিটিভি
মন্তব্য
সর্বশেষ সংবাদ
আরও পড়ুন

প্রকাশ: ১৬ আগস্ট ২০২৫ | ০৫:২৬

প্রকাশ: ১৬ আগস্ট ২০২৫ | ০৩:২৬

প্রকাশ: ১৫ আগস্ট ২০২৫ | ১১:২৫

প্রকাশ: ১০ আগস্ট ২০২৫ | ০৩:২১

প্রকাশ: ০৯ আগস্ট ২০২৫ | ০৫:১২

প্রকাশ: ০৯ আগস্ট ২০২৫ | ০৫:০৪