সাংবাদিক মামুনকে বরখাস্ত করায় ক্র্যাবের নিন্দা ও প্রতিবাদ

দৈনিক যুগান্তর থেকে ক্রাইম রিপোর্টার আব্দুল্লাহ আল মামুনকে সাময়িক বরখাস্তের বিষয়ে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব)।
বৃহস্পতিবার (১৭ জুলাই) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ক্র্যাবের দফতর সম্পাদক ওয়াসূম সিদ্দিকী।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মামুন একজন পেশাদার সাংবাদিক। সে দৈনিক ইনকিলাব, সকালের খবর, সময়ের আলো, যুগান্তরে এক যুগ ধরে অপরাধবিষয়ক সাংবাদিকতা করছেন। একটি নিউজকে কেন্দ্র করে মামুনের বরখাস্ত হওয়া একটি অপ্রত্যাশিত বিষয়।’
আরও বলা হয়, ‘একটি নিউজ প্রকাশ হয় কয়েকটি হাত ঘুরে। সেখানে কাউকে কোনো প্রকার শাস্তি না দিয়ে সরাসরি মামুনকে সাময়িক বরখাস্ত করা দুঃখজনক ব্যাপার। ক্র্যাবের সভাপতি মির্জা মেহেদি তমাল ও সেক্রেটারি এম এম বাদশা তীব্র প্রতিবাদ জানিয়েছে। একইসঙ্গে চাকরিতে পুনরায় বহালের জন্যও কর্তৃপক্ষকে আহ্বান জানান।’
মামুনের বিষয়ে জানানো হয়েছে, ‘মাামুনের বিষয়ে জুলাই বিপ্লবে যে কয়জন সাংবাদিক অফিশিয়াল দায়িত্বের বাইরেও ছাত্র-জনতাকে রক্ষায় সর্বোচ্চ চেষ্টা করেছে তার মধ্যে মামুন একজন। ১৬ জুলাই সারাদেশে যখন আওয়ামী তান্ডব চালাছিল তখন মামুন খাগড়াছড়িতে ছিল। শুধুমাত্র ছাত্রদের পাঁশে দাঁড়াতে তিনি মোটরবাইক, সিএনজি, অটো দিয়ে দশ হাজার টাকার ওপর খরচ করে ঢাকায় চলে আসে। যাত্রাবাড়ী, রামপুরা, বসুন্ধরা এলাকার নিউজ কভার করার বাইরেও তিনি আন্দোলনের সঙ্গে জড়িত অনেককে তথ্য দিয়ে সার্বিক সহযোগিতা করেছেন। জুলাই বিপ্লবে মামুনের তৎপরতা সম্পর্কে আকতার, নাহিদ, আকরাম, আলাউদ্দীন সবাই জানার কথা। সুতরাং জুলাই বিপ্লবের পরে একজন পেশাদার সাংবাদিকের চাকরি চলে যাওয়া সবার কাছে খুব অপ্রত্যাশিত।’
মন্তব্য
সর্বশেষ সংবাদ
আরও পড়ুন

প্রকাশ: ১৬ আগস্ট ২০২৫ | ০৯:০৩

প্রকাশ: ১৬ আগস্ট ২০২৫ | ০৭:৪১

প্রকাশ: ১৬ আগস্ট ২০২৫ | ০৫:৩৪

প্রকাশ: ১৬ আগস্ট ২০২৫ | ০৩:৩৮

প্রকাশ: ১৪ আগস্ট ২০২৫ | ০৮:৩৪

প্রকাশ: ১৪ আগস্ট ২০২৫ | ০৬:০৩