অপরাধ দমন, মানবপাচারসহ নানা ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধিতে একমত বাংলাদেশ-মালয়েশিয়া পুলিশ

বাংলাদেশ পুলিশ ও রয়্যাল মালয়েশিয়া পুলিশ আন্তঃদেশীয় অপরাধ দমন, সন্ত্রাসবাদ, মানবপাচার ও অর্থপাচারের মতো গুরুত্বপূর্ণ বিষয়সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট নানা ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে একমত হয়েছে।
বাংলাদেশ পুলিশের ভেরিফায়েড ফেসবুক সূত্রে জানা গেছে, আইজিপি বাহারুল আলম প্রতিনিধি দলকে স্বাগত জানিয়ে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে বিদ্যমান সৌহার্দপূর্ণ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা তুলে ধরেন। তিনি অপরাধ দমনসহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে দুই দেশের পুলিশের সহযোগিতা জোরদারের গুরুত্ব তুলে ধরেন।
বৈঠকে উভয় পক্ষ যথাসময়ে তথ্য ও গোয়েন্দা বিনিময়ের মাধ্যমে সন্ত্রাসবাদ ও আন্তঃদেশীয় অপরাধ মোকাবিলায় সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় র্যাবের মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান, স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্ত আইজি মো. গোলাম রসুল, পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত আইজি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) খোন্দকার রফিকুল ইসলাম সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মন্তব্য
সর্বশেষ সংবাদ
আরও পড়ুন

প্রকাশ: ১৬ আগস্ট ২০২৫ | ০৯:০৩

প্রকাশ: ১৬ আগস্ট ২০২৫ | ০৭:৪১

প্রকাশ: ১৬ আগস্ট ২০২৫ | ০৫:৩৪

প্রকাশ: ১৬ আগস্ট ২০২৫ | ০৩:৩৮

প্রকাশ: ১৪ আগস্ট ২০২৫ | ০৮:৩৪

প্রকাশ: ১৪ আগস্ট ২০২৫ | ০৬:০৩