চীনের মতো আমাদের একটা ন্যাশনাল আর্মি করা প্রয়োজন: সাবেক সেনাপ্রধান
- ১৫ জুলাই ২০২৫, ১০:২১

সাবেক সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল (অব.) নুরুদ্দীন খান বলেছেন, ‘আমাদের দেশের নিরাপত্তা নিয়ে একটা কথা, সেটা হলো-১৮কোটি লোকের এই দেশ, গত বিপ্লবে আমাদের যুবকরা পণ করেছে তারা সাহসী। এই ধরনের ছেলে-মেয়েরা থাকলে দেশের ডিফেন্স কোনো সমস্যা নয়। শুধু আমাদেরকে হিম্মত করে- অর্থের প্রয়োজন। অর্থ ছাড়া সিকিউরিটি হবে না। কাজেই আমাদের একটা ন্যাশনাল আর্মি করা অত্যন্ত প্রয়োজন।’
তিনি বলেন, ‘উদাহরণ হিসেবে বলা যায়, এটা চীন ও সুইজারল্যান্ডে আছে। ১৫ থেকে ১৮ বছর বয়স পর্যন্ত তারা দায়িত্বে থাকেন এবং তারা দেশের সেনাবাহিনীর আন্ডারে ট্রেনিং করেন। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য তারা ত্যাগ স্বীকার করেন।’
গত ৬ জুলাই রাজধানীর গুলশানে হোটেল রেনেসাঁ’য় ‘ফাউন্ডেশন ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ (এফএসডিএস)’-এর উদ্যোগে ‘জাতীয় নিরাপত্তার স্বার্থে জাতীয় ঐক্য অপরিহার্য’ শীর্ষক এক জাতীয় সংলাপে এসব কথা বলেন তিনি।
সাবেক সেনাপ্রধান বলেন, ‘ন্যাশনাল আর্মি করতে পারলে আমাদের সমাধান হয়ে যাবে। বর্তমানে আর্মিদের দশটি ডিভিশন আছে। এই ডিভিশগুলোকে যদি ১ হাজার করে ট্রেনিংয়ের দায়িত্ব দিই, তাহলে এক বছরে দশ হাজার ট্রেনিং হয়ে যাবে। এভাবে আমাদের শক্তি-সামর্থ্য বাড়াতে হবে। তাছাড়া উপায় নেই।’
তিনি বলেন, ‘এনএসসি বহু দিনের কথা-আমি যখন সেনাপ্রধান ছিলাম, তখন এই বিষয় নিয়ে অনেক আলোচনা হয়েছে। কিন্তু আমি ফেইল করেছি, পারিনি।’
নুরুদ্দীন খান বলেন, ‘একটি কথা বলবো এখানে-ন্যাশনাল সিকিউরিটি একজন ব্যক্তির দায়িত্ব নয়, এখানে শিক্ষিত সমাজের টিম থাকতে হবে। দায়িত্বপূর্ণ ব্যক্তি থাকতে হবে।’