হবিগঞ্জে নাহিদ ইসলাম
মুজিববাদ ও ফ্যাসিবাদের সঙ্গে আবারও শুরু হয়েছে লড়াই
- ২৪ জুলাই ২০২৫, ২১:৫৮

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘আমরা যে নতুন বাংলাদেশ গড়ার লড়াই শুরু করেছিলাম, সেই লড়াই এখনো শেষ হয়নি। যে কাঙ্ক্ষিত বাংলাদেশ চেয়েছিলাম, তা পাইনি। মুজিববাদ ও ফ্যাসিবাদের সঙ্গে আবারও শুরু হয়েছে আমাদের লড়াই। এ লড়াইয়ে সবাইকে আবারও শরিক হতে হবে।’
আজ বৃহস্পতিবার বিকেলে হবিগঞ্জ শহরের এম সাইফুর রহমান পৌর মিলনায়ন প্রাঙ্গণে এনসিপির পথসভায় নাহিদ ইসলাম এ কথাগুলো বলেন। তিনি আরও বলেন, ‘ফ্যাসিবাদের বিরুদ্ধে দেশে যে সংহতি তৈরি হয়েছে রাজনৈতিক দল ও মানুষের মধ্যে, এটি একটি শক্তি। দেশে এখন চাঁদাবাজি, দখলদারত্ব ও দুর্বৃত্তায়নের যে রাজনীতি শুরু হয়েছে, তা আমরা মেনে নেব না। এ রাজনীতি আমাদের ভেঙে দিতে হবে।’
এনসিপির আহ্বায়ক বলেন, ‘আমরা বলেছিলাম বাংলাদেশের প্রত্যেক মানুষের মানবাধিকার থাকবে। কোনো সন্ত্রাসীকেও বিচারবহির্ভূত হত্যা করা হবে না। আমরা মানবাধিকারের পক্ষে থাকব। আমরা কয় দিন আগে দেখেছি বিএনপির কর্মী, যুবদলের এক কর্মীকে কীভাবে হত্যা করেছে। আমরা সেই ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানাই।’
এর আগে আজ বৃহস্পতিবার বিকেল চারটায় এনসিপির কেন্দ্রীয় নেতারা হবিগঞ্জে এসে সার্কিট হাউসে ওঠেন। বিকেল পাঁচটায় তাঁরা পদযাত্রা শুরু করেন। সার্কিট হাউস থেকে পদযাত্রা শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। বিকেল সাড়ে পাঁচটার দিকে হবিগঞ্জের এম সাইফুর রহমান পৌর মিলনায়তন প্রাঙ্গণে পথসভা শুরু হয়।
নাহিদ ইসলাম বলেন, ‘গত বছর ১৪ জুলাই রাত থেকে কোটা সংস্কার আন্দোলন রাজনৈতিক দিকে রূপলাভ করে। শেখ হাসিনার বক্তব্যের প্রতিবাদে বাংলাদেশের ছাত্রসমাজ রাজপথে নেমে এসেছিল। আজকে তাদের সম্মান জানাই। জুলাইয়ের নারীদের সম্মান জানাই।’
এনসিপির আহ্বায়ক আরও বলেন, ‘হবিগঞ্জবাসী দীর্ঘদিন নানা অনিয়মের বিরুদ্ধে লড়াই করছে। হবিগঞ্জের মানুষ স্বাস্থ্য ও শিক্ষা থেকে বঞ্চিত। মানুষ এখনো বিনা চিকিৎসায় মারা যাচ্ছে। হবিগঞ্জে একটি ভালো হাসপাতাল নেই। জেলার মানুষের উন্নত স্বাস্থ্যসেবার জন্য এখনো যেতে হয় সিলেট ও ঢাকায়। শিক্ষার জন্য একটা বিশ্ববিদ্যালয় নেই। এ সমস্যাগুলোকে কোনো রাজনৈতিক দল বা নেতা সমস্যা হিসেবে দেখেননি।’
পথসভায় এনসিপির সদস্যসচিব আখতার হোসেন বলেন, দেশের নানা স্থানে তাঁদের সমাবেশে হাজার হাজার মানুষ অংশ নিচ্ছেন। দেশের মানুষ তাঁদের প্রতি সংহতি প্রকাশ করছেন, যা তাঁদের নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখাচ্ছে।
এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম পথসভা সঞ্চালনা করেন। সমাবেশে আরও উপস্থিত ছিলেন দলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম, জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা ও নাহিদা সারোয়ার, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী, জ্যেষ্ঠ মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসুদ প্রমুখ।
পথসভায় স্বাগত বক্তব্য দেন এনসিপির জেলার প্রধান সমন্বয়ক নাহিদ উদ্দিন।