বাংলাদেশে চাঁদাবাজদের ঠাঁই দেব না: নাসীরুদ্দীন পাটওয়ারী
- ২৬ জুলাই ২০২৫, ০৭:০৫

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, প্রিয় সিলেটবাসী, আমাদের অনেকেই বলেন আমরা বিএনপির বিপক্ষে রাজনীতি করি। আমরা বিএনপির বিরোধী নই, আমরা খালেদা জিয়ার বিরোধী নই, তারেক রহমানের বিরোধী নই, জিয়াউর রহমানের বিরোধীও নই। তবে বাংলাদেশে চাঁদাবাজ, সিন্ডিকেট আর সন্ত্রাসীদের কোনো ঠাঁই দেব না।
শুক্রবার (২৫ জুলাই) সন্ধ্যায় সিলেট নগরীর চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে এনসিপি–এর জুলাই মাসের পদযাত্রা শেষে এক সংক্ষিপ্ত সভায় তিনি এসব কথা বলেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, সিলেটবাসী প্রবাসে গিয়ে রক্ত ঝরিয়ে দেশের অর্থনীতি সচল রেখেছে। তাদের রক্তের মূল্য দিতে হবে।
সভা পরিচালনা করেন এনসিপি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। সভায় আরও বক্তব্য রাখেন আহ্বায়ক নাহিদ ইসলাম, দক্ষিণাঞ্চলের সংগঠক হাসনাত আবদুল্লাহসহ অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ।