লড়াই আমাদের চালিয়ে যেতে হবে - সারজিস আলম

লড়াই আমাদের চালিয়ে যেতে হবে - সারজিস আলম

  চব্বিশের অভ্যুত্থানে যে আকাঙ্ক্ষা নিয়ে তারা রাজপথে নেমেছিলেন, সেই আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচির ১২তম দিনে শনিবার বিকেলে বাগেরহাটের রামপাল উপজেলার ফয়লা বাজারে আয়োজিত পথসভায় তিনি এ মন্তব্য করেন। সারজিস আলম বলেন, ‘চাঁদাবাজদের উৎপাত এখনো কমে নাই, খুনখারাবি শুরু হয়েছে। পাথর দিয়ে থেঁতলে মারার মতো আইয়ামে জাহেলিয়া শুরু হয়েছে। সন্ত্রাসী কার্যক্রম বেড়েছে। আমরা স্পষ্ট করে আপনাদের বলি, আমাদের লড়াই অব্যাহত আছে এবং এই লড়াই আমাদের চালিয়ে যেতে হবে।’ 

পথসভায় এনসিপির সদস্যসচিব আখতার হোসেন বলেন, ‘বাংলাদেশ থেকে হাসিনা পালিয়েছে। কিন্তু তার সিস্টেম রয়ে গেছে। চাঁদার জন্য ঢাকায় একজনকে পাথর দিয়ে হত্যা করা হয়েছে। রামপালে এখনো ঘের দখল চলে। কোথাকার কোন পালিয়ে থাকা নেতারা ঘেরের দখল নিতে চায়।’   আখতার হোসেন বলেন, ‘বাংলাদেশে যদি কেউ ঘের দখল, চাঁদাবাজি, ছিনতাই, কমিশনের রাজনীতি করতে চায়, বাংলাদেশের মানুষ যেভাবে হাসিনাকে বিদায় করেছে, সেভাবে তাদেরও বিদায় করবে। রামপালে কয়লাবিদ্যুতের নামে মানুষদের জলবায়ু সংকটে ফেলা হয়েছে। মোংলা বন্দর নিয়ে আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে। সামনের বাংলাদেশে যেন কোনো গুম-খুন না হয়, সে জন্য সব ক্ষেত্রে সংস্কার দরকার।  

একটি দল মনে করে শুধু নির্বাচন হলেই সব সংস্কার হয়ে যাবে। হাসিনাও তা–ই মনে করত। প্রতিষ্ঠানগুলোতে যদি সংস্কার করা না হয়, পুলিশকে যদি নিরপেক্ষ না করা যায়, শুধু নির্বাচন দিয়ে গণতন্ত্র সম্ভব নয়। সংস্কার করে তারপরেই নির্বাচন দিতে হবে।’   রামপালের এ কর্মসূচি শেষে বাগেরহাটের হজরত খানজাহান আলী (রহ.) এর মাজার জিয়ারত করবেন এনসিপির কেন্দ্রীয় নেতারা। সেখানে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলার পর বাগেরহাটে দলীয় কার্যালয় উদ্বোধন শেষে শহরের রেল রোড এলাকায় আয়োজিত সমাবেশে যোগ দেবেন তারা।