মৌলভীবাজারে এনসিপির জেলা সমন্বয় কমিটির ফের অনুমোদন

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মৌলভীবাজার জেলা সমন্বয় কমিটির ফের অনুমোদন দিয়েছে কেন্দ্র। পূর্বে ঘোষিত কমিটির প্রধান সমন্বয়কারীকে পদাবনতি করে ফাহাদ আলমকে ওই পদে স্থান দিয়ে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন হয়েছে। কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব হোসেন ও মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম এতে সই করেন।
দলীয় সূত্রে জানা যায়, খালেদ হাসানকে প্রধান সমন্বয়কারী করে কেন্দ্রীয় সদস্য সচিব ও মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সাক্ষরিত গত মাসের ১৮ জুন ৩১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেয় এনসিপি। এর পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জেলা জুড়ে প্রতিবাদ এবং বিতর্কের ঝড় ওঠে, পতিত আওয়মী দোসরদের সমন্বয়ে এনসিপির মৌলভীবাজার জেলা কমিটি গঠন করা হয়েছে। অন্যদিকে গত ১৯ জুন রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বেশকিছু নেতাকর্মী অনুমোদিত কমিটি বাতিল করে নতুন কমিটি ঘোষণার দাবিতে স্থানীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন। ফলে কেন্দ্রের নির্দেশে ঘোষিত কমিটির কার্যক্রম স্থগিত করা হয়। থেমে যায় কমিটি কেন্দ্রীক আলোচনা-সমালোচনার উত্তাপ।
এদিকে গত ১২ জুলাই কেন্দ্রীয় সদস্য সচিব ও মুখ্য সংগঠকের (উত্তরাঞ্চল) সই করা কমিটিতে ফাহাদ আলমকে প্রধান সমন্বয়কারী করা হয়েছে। কার্যক্রম স্থগিত করা কমিটির প্রধান সমন্বয়কারীকে বর্তমান কমিটিতে এক নম্বর সদস্য করা হয়েছে। গত কমিটিতে ৯ নেতাকে যুগ্ম সমন্বয়কারী করা হয়েছিল। এবারের কমিটিতে ১২ নেতাকে যুগ্ম সমন্বয়কারী করা হয়েছে। আগের কমিটির যুগ্ম সমন্বয়কারী মো. ইকবাল হোসেন, শাহ মিসবাহ ও সৌমিত্র দেব নতুন কমিটিতে স্থান পাননি। স্থগিত কমিটির সদস্য জাহাঙ্গীর আলমসহ ৯ জন বাদ পড়েছেন। নতুন কমিটিতে যুগ্ম সমন্বয়কারী পদে স্থান পেয়েছেন এহসান জাকারিয়া, কবিরুল ইসলাম রুমন, তামিম আহমদ, নিলয় রশিদ তন্ময়, আফজাল হোসাইন, সানাউল ইসলাম সুয়েজ, সাফওয়ান জাহান চৌধুরী, সৈয়দ মুফলে উস সালেকীন, আব্দুল্লাহ আল হোসাইন, আব্দুল বারী খোবায়েব, শামায়েল রহমান ও জুনেদ আহমদ।
নতুন ঘোষিত কমিটির প্রধান সমন্বয়কারী ফাহাদ আলম সমকালকে বলেন ছাত্রজীবনে বাম ঘরনার দলের দর্শন লালন করার তাগিদ থেকে ওই সম্পর্কিত বেশ কিছু বই পড়া হয়েছে। ফলে প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে কাজ করার দীক্ষা নিয়ে রাজনৈতিক ময়দানে পদার্পণ করা। এনসিপির হাই কমান্ড যে লক্ষ্য অর্জনে গুরু দায়িত্ব দিয়েছেন তা পালনে কার্পণ্য হবে না। একই সঙ্গে জেলা কমিটির তারুণ্য নির্ভর নেতৃবৃন্দের সহযোগিতায় টিমওয়ার্কের মাধ্যমে শহর-গ্রাম পর্যায়ে ২৪’র আগস্ট বিপ্লবের মূলমন্ত্রে প্রতিষ্ঠিত এনসিপির রাজনৈতিক দর্শন সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করে যাবো।