যারা দখল-চাঁদাবাজির রাজনীতি করতে চায়, তাদেরও বিদায় হবে হাসিনার মতো: নাহিদ ইসলাম

যারা দখল-চাঁদাবাজির রাজনীতি করতে চায়, তাদেরও বিদায় হবে হাসিনার মতো: নাহিদ ইসলাম
ঝালকাঠি শহরের কাপুড়িয়া পট্টিতে এনসিপির পথসভায় নাহিদ ইসলাম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘বিচার ও সংস্কার ছাড়া নির্বাচন জনগণ মেনে নেবে না। যারা বিচার, সংস্কার ছাড়া নির্বাচনের পরিকল্পনা করে, তারাই নির্বাচনকে পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত।’ আজ রোববার বিকেলে ঝালকাঠি শহরের কাপুড়িয়া পট্টিতে এনসিপির পথসভায় নাহিদ ইসলাম এ কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, চাঁদার জন্য ঢাকায় একজনকে পাথর দিয়ে হত্যা করা হয়েছে। যারা দখল, চাঁদাবাজি, ছিনতাই, কমিশনের রাজনীতি করতে চান, বাংলাদেশের মানুষ যেভাবে হাসিনাকে বিদায় করেছে, সেভাবে তাদেরও বিদায় করবে। এনসিপির আহ্বায়ক বলেন, ‘স্বৈরাচার সরকার জোর করে ১৬ বছর ক্ষমতায় টিকে ছিল। মানুষের প্রতি এমন কোনো নির্যাতন নাই, করে নাই। একটি দল মনে করে, শুধু নির্বাচন হলেই সব সংস্কার হয়ে যাবে। হাসিনাও তা–ই মনে করত। বাংলাদেশ থেকে হাসিনা পালিয়েছে, কিন্তু তার সিস্টেম রয়ে গেছে।’ তিনি আরও বলেন, দেশে গণতন্ত্র, ন্যায়বিচার এবং তরুণদের মর্যাদার রাজনীতি প্রতিষ্ঠার জন্য কাজ করছে এনসিপি। এনসিপির কেন্দ্রীয় সদস্যসচিব আখতার হোসেন দ্রুত দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্রসংসদ নির্বাচনের দাবি জানান। এর আগে শহরে পথযাত্রায় অংশ নেন এনসিপির নেতা–কর্মীরা। দলের কেন্দ্রীয় নেতাদের আগমনকে ঘিরে নেতা–কর্মীদের মধ্যে উৎসবের আমেজ দেখা যায়। সমাবেশে ব্যাপক মানুষের সমাগম ঘটে। সমাবেশে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা প্রমুখ। এর আগে এনসিপির নেতারা বিকেল চারটার দিকে ঝালকাঠিতে এসে প্রথমে নেছারাবাদ দরবার শরিফে যান। সেখানে তাঁরা হজরত কায়েদ সাহেব হুজুরের কবর জিয়ারত করেন। পরে কায়েদ সাহেবের ছেলে মাওলানা খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেন।