পিএসজির স্বপ্ন ভেঙে ক্লাব বিশ্বকাপের চ্যাম্পিয়ন চেলসি

পিএসজির স্বপ্ন ভেঙে ক্লাব বিশ্বকাপের চ্যাম্পিয়ন চেলসি
ছবি: সংগৃহীত
বড় পরিসরের ক্লাব বিশ্বকাপে ফেভারিট দল ছিল বেশ কয়েকটি। রিয়াল মাদ্রিদ, ইন্টার মায়ামির মতো দলগুলোকে হারিয়ে ফাইনালের আগে সেই তকমা ভালোভাবে নিজেদের করে নিয়েছিল প্যারিস সেন্ট জার্মেই। সেমিফাইনালে মাদ্রিদ ক্লাবকে গোলবন্যায় ভাসিয়ে দেওয়া ফরাসি চ্যাম্পিয়নরা শিরোপার লড়াইয়ে পায় চেলসিকে, যারা অনেকটা চমক দেখিয়ে লম্বা পথ পাড়ি দিয়ে ফাইনালে ওঠে। চমকের শেষ হলো ফাইনালের একমাত্র ফেভারিট পিএসজিকে হারিয়ে। রোববার নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ১০ জনের ফরাসি চ্যাম্পিয়নদের ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হলো ইংলিশ প্রিমিয়ার লিগ ক্লাব চেলসি।  কোল পালমার এদিন একাই পিএসজিকে নাকানিচুবানি খাওয়ান। ৭ মিনিটে তিনি ইউরোপ চ্যাম্পিয়নদের ভড়কে দেন। তার শট গোলবারের পাশ দিয়ে গিয়ে সাইড নেটে জড়ায়। পরে তিনিই চেলসিকে লিড এনে দেন। ২২ মিনিটে তাদের কিপার সানচেজের লম্বা বল ডান উইংয়ে পেয়ে গুস্তো বক্সের মধ্যে ঢোকেন। শট নিলেও প্রতিপক্ষ খেলোয়াড় ব্লক করেন। ফের গুস্তো কাট করে পালমারকে বল ফিরিয়ে দেন। ইংলিশ তারকা বাঁ পায়ের নিচু শটে জাল কাঁপান। ৩০ মিনিটে পালমার চেলসির ব্যবধান দ্বিগুণ করেন। বক্সের ডানপাশ থেকে বল টেনে বাঁপায়ের শটে বাঁ দিক দিয়ে জালে বল জড়ান তিনি। বিরতির আগে আরেকটি গোল দেয় চেলসি। পালমারের পাসে ৪৩ মিনিটে ব্রাজিলিয়ান তরুণ হোয়াও পেদ্রো পিএসজি কিপার দোনারুম্মার মাথার ওপর দিয়ে জালে বল পাঠান। ২৩ মিনিটের লম্বা বিরতি শেষে মাঠে ফিরে গোল শোধে মরিয়া ছিল পিএসজি। কিন্তু চেলসি কিপার রবার্ত সানচেজ বীরত্ব দেখান। ৫২ মিনিটে ছোট বক্সের সামনে থেকে উসমান দেম্বেলের শট ডানদিকে ঝাঁপিয়ে ঠেকান তিনি। এর সাত মিনিট পর বক্সের বাইরে থেকে নেওয়া ভিতিনহার শটও ডাইভ দিয়ে রুখে দেন সানচেজ। দালেপের একটি প্রচেষ্টা রুখে দিয়ে গোল ব্যবধান বাড়তে দেননি দোনারুম্মা। নির্ধারিত সময় শেষ হওয়ার ছয় মিনিট আগে প্যারিস ক্লাব ১০ জনের দলে পরিণত হয়। নেভেস চেলসির কুকুরেল্লার চুল টেনে ধরার পর রেফারি হলুদ কার্ড দেখান। তবে রিভিউয়ে লাল কার্ড দেখতে হয়েছে তাকে। প্রথমার্ধেই ম্যাচের নিয়ন্ত্রণ নেওয়া চেলসি প্রত্যাশিতভাবে জয়ের হাসি হাসে। দুই দলই ইউরোপের চ্যাম্পিয়ন, পিএসজি শীর্ষ মঞ্চের আর চেলসি তৃতীয় স্তরের। কিন্তু বিশ্বমঞ্চে চ্যাম্পিয়ন্স লিগ জয়ীদের ধসিয়ে শিরোপা জিতলো দেড় মাস আগে উয়েফা কনফারেন্স লিগের চ্যাম্পিয়নরা। এমন কিছুর কল্পনা সম্ভবত কেউ করেনি। চলতি মৌসুমে ১৮তম গোল করা পালমার ম্যাচসেরা হয়ে বললেন, ‘এটা অসাধারণ অনুভূতি, এমনকি তার চেয়েও বেশি কিছু। কারণ ম্যাচের আগে সবাই আমাদের নিয়ে সংশয়ে ছিল। যেভাবে আমরা লড়াই করলাম, তা দারুণ।’ চেলসি কোচ এনজো মারেসকা বললেন, ‘খেলোয়াড়দের জন্য বলার কোনও ভাষা আমার নেই। তারা সবাই এটার দাবিদার এবং এটা চমৎকার মুহূর্ত।’ পিএসজিকে হারানোর কৌশল নিয়ে তিনি বললেন, ‘আমার মনে হয়, আমরা প্রথম ১০ মিনিটে জিতেছি। আমরা ছন্দ তুললাম, তারপর তাদের ওপর চাপ তৈরি করেছি। কন্ডিশন আমাদের জন্য কঠিন ছিল, কিন্তু ছেলেরা ভালো করেছে।’ চেলসি পঞ্চম ও ইংল্যান্ডের প্রথম দল হিসেবে একাধিক ফিফা ক্লাব বিশ্বকাপ জয়ের তালিকায় রিয়াল মাদ্রিদ (৬), বার্সেলোনা (৩), বায়ার্ন মিউনিখ (২) ও করিন্থিয়ান্সের (২) সঙ্গে যোগ দিয়েছে। চার বছর আগে ২০২১ সালের ফাইনালে পালমেইরাসকে হারিয়ে প্রথমবার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল ব্লুরা।