রাশিয়ায় ৮.৮ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা

রাশিয়ায় ৮.৮ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা
ছবি: সংগৃহীত

রাশিয়ার পূর্ব উপকূলীয় কামচাটকা উপদ্বীপে ৮ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। এর ফলে চার মিটার বা ১৩ ফুট পর্যন্ত সুনামির সৃষ্টি হয়।

আজ বুধবার রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, এই ভূমিকম্প ও সুনামিতে ওই এলাকার ভবনগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রশান্ত মহাসাগর জুড়ে সতর্কতা জারি করার পাশাপাশি সেখানকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

কামচাটকার গভর্নর ভ্লাদিমির সোলোদভ এক ভিডিও বার্তায় বলেছেন, আজকের ভূমিকম্পটি ছিল কয়েক দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প।

কামচাটকার কিছু অংশে ১০ থেকে ১৩ ফুট উচ্চতার সুনামি রেকর্ড করার পর জরুরি পরিস্থিতি বিষয়ক আঞ্চলিক মন্ত্রী সের্গেই লেবেদেভ জনগণকে উপকূলরেখা থেকে দূরে সরে যাওয়ার আহ্বান জানিয়েছেন।

জাপানের আবহাওয়া সংস্থা দেশটিতে সুনামি সতর্কতা জারি করেছে। দেশটির সরকার কিছু এলাকা থেকে বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে।

মার্কিন সুনামি সতর্কতা ব্যবস্থা থেকে আগামী তিন ঘণ্টার মধ্যে 'বিপজ্জনক সুনামি ঢেউ'র বিষয়ে সতর্কতা দেওয়া হয়েছে।

রাশিয়া ও ইকুয়েডরের কিছু উপকূলে তিন মিটারেরও বেশি উচ্চতার এবং জাপান, হাওয়াই, চিলি ও সলোমন দ্বীপপুঞ্জে এক থেকে তিন মিটার উচ্চতার ঢেউ আছড়ে পড়তে পারে বলে জানা গেছে। মার্কিন পশ্চিম উপকূলসহ প্রশান্ত মহাসাগরের বেশিরভাগ উপকূলরেখায় ছোট ঢেউ আসতে পারে।

সুনামি সতর্কতার কারণে মেক্সিকো সরকার দেশটির প্রশান্ত মহাসাগরীয় সৈকত থেকে লোকজনকে সরিয়ে নিচ্ছে।

এএফপি জানায়, মেক্সিকান নৌবাহিনী সতর্ক করে দিয়েছে যে উত্তর-পশ্চিমে বাজা ক্যালিফোর্নিয়া থেকে মেক্সিকোর দক্ষিণে চিয়াপাস পর্যন্ত বন্দরগুলোতে শক্তিশালী ঢেউ দেখা যেতে পারে।

রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসের প্রতিবেদনে বলা হয়েছে, আঞ্চলিক স্বাস্থ্যমন্ত্রী ওলেগ মেলনিকভ বলেছেন, 'দুর্ভাগ্যবশত, ভূমিকম্পের সময় কিছু মানুষ আহত হয়েছেন। বাইরের দিকে দৌড়ানোর সময় অনেকে আহত হয়েছেন এবং একজন জানালা দিয়ে লাফিয়ে পড়েছেন। নতুন বিমানবন্দর টার্মিনালের ভেতরে একজন নারীও আহত হয়েছেন।'

রাশিয়ান একাডেমি অব সায়েন্সেস জানিয়েছে, ১৯৫২ সালের পর থেকে এই অঞ্চলে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প এটি।

রাশিয়ার জরুরি অবস্থা মন্ত্রণালয় জানিয়েছে, ভূমিকম্পের পর আফটারশক এখনও চলছে।


মন্তব্য


সর্বশেষ সংবাদ